header ads

এক জীবনে অনেক জীবনের স্বাদ চান

 মোটে ছয় বছরের ক্যারিয়ার। কিন্তু এর মধ্যেই নিজের অভিনয় দিয়ে আলাদা ছাপ রাখতে পেরেছেন সবিতা ধুলিপালা। হিন্দি সিনেমা, সিরিজ তো বটেই, সবিতা ধুলিপালাকে দেখা গেছে দক্ষিণ ভারতের ছবিতেও। এই অভিনেত্রীর ক্যারিয়ারে আরেকটি গুরুত্বপূর্ণ ছবি ‘পোনিয়িন সেলভান: ওয়ান’। মণিরত্নম পরিচালিত ছবিটিতে সবিতার লুক প্রকাশ করা হয়েছে দিন দুই আগে। এক সাক্ষাৎকারে নতুন চলচ্চিত্র, অভিনয়জীবনসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

একাধিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর ২০১৬ সালে অনুরাগ কশ্যপের ‘রমন রাঘবন ২.০’ দিয়ে বড় পর্দায় অভিষেকেই নজর কাড়েন। পরের বছর অভিনয় করেন দুটি হিন্দি চলচ্চিত্র ‘শেফ’ ও ‘কালাকান্দি’। আগের তিনটি চলচ্চিত্রই ছিল ভিন্ন ধাঁচের। বহুল প্রশংসিত তেলেগু স্পাই থ্রিলার ‘গুদাচারি’ দিয়ে শুরু হয় ‘দক্ষিণ ভারত’ অভিযান।

এরপর অভিনয় করেন কয়েকটি মালয়ালম চলচ্চিত্রেও। তবে সবিতার ক্যারিয়ারে সবচেয়ে বড় বাঁকবদল বলা যায় ‘মেড ইন হ্যাভেন’কে। জোয়া আখতারের এই সিরিজে অভিনয়ের পর সমালোচকদের পছন্দের পাত্রী হয়ে ওঠেন


তিনি। শৈল্পিক ঘরানার চলচ্চিত্রের নিয়মিত মুখ হলেও বরাবর প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন সবিতা। এ প্রসঙ্গে ভোগ সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ভালো কাজের জন্য ক্ষুধার্ত, প্রচারের জন্য নই। চেষ্টা করি, যতটা সম্ভব সাদামাটাভাবে জীবন কাটানো যায়।’

Post a Comment

0 Comments